কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতাদের পূজামন্ডপ পরিদর্শন
গাজীপুর প্রতিনিধি: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বিভিন্ন এলাকার পূজামন্ডপ পরিদর্শণ করেছেন কেন্দ্রীয় কৃষকলীগ সভাপতি মোতাহার হোসেন মোল্লা ও কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা আনিছুর রহমান আরিফ। ১৭অক্টোবর বুধবার উপজেলার ১১টি ইউনিয়নের ত্রিশটি পূজামন্ডপ পরিদর্শণ করেন এবং আয়োজক কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
কেন্দ্রীয় কৃষকলীগ সভাপতি মোতাহার হোসেন মোল্লা এবং কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ কমিটির সদস্য আনিছুর রহমান আরিফ নেতা-কর্মীদের সাথে নিয়ে পূজামন্ডপ পরিদর্শণে জান। বুধবার সকালে উপজেলার তরগাঁও ইউনিয়নের তরগাঁও ঋষিপাড়া পূজামন্ডপ পরিদর্শনের মাধ্যমে যাত্রা শুরু করেন। পরে কড়িহাতা ইউনিয়নের রামপুর চৌরাস্তা বর্মণ পাড়া, কড়িহাতা পূজামন্ডপ, বাড়ির্ষাব সিংঙ্গুয়া রবিদাসপাড়া, বাড়ির্ষাব চরদূর্লব খাঁ বর্মণপাড়া সহ বিভিন্ন ইউনিয়নের পূজামন্ডপ পরিদর্শণ করেন। কৃষকলীগ সভাপতি মোতাহার হোসেন মোল্লা বলেন, বাংলাদেশে দুর্গোৎসব এখন সামাজিক সম্প্রীতির উৎসব। ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এমনটি মনে করেন বাংলাদেশের মানুষ ও সরকার।
এসময় সাথে ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা ফজলুল হক মাস্টার, উপজেলা কৃষকলীগ সভাপতি অধ্যাপক আইন উদ্দিন, সাধারন সম্পাদক ভিপি মাহবুবুল আলম বাবলু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন, সদস্য আনোয়ার হোসেন মাস্টার, ইয়ামিন খান সমর, শহীদুল্লাহ মোল্লা, মতিউর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জহিরুল ইসলাম রুবেল, সাবেক সহ সভাপতি আলমঙ্গীর প্রধান, কাপাসিয়া উপজেলা তাঁতীলীগের সভাপতি হযরত আলী ও জেলা স্বেচ্ছাসেবক লীগনেতা জামান মোড়ল প্রমূখ।
Comments are Closed