কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতার স্মরণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব আব্দুল বাতেনের স্মরণে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দেয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলার পাবুর বলখেলা বাজারে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা আব্দুল বাতেন গত ৩০ আগষ্ট আকর্ষিক ভাবে মৃত্যু বরণ করেন।
উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো: ফজলুল হক মাস্টারের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়াামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সদস্য আনিছুর রহমান আরিফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামলিীগের সহ সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আমানত হোসেন খান, গণতন্ত্রী পার্টির কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ এ গণি, গাজীপুর জেলা পরিষদের সদস্য আওয়ামীলীগ নেতা ওয়াজউদ্দিন মিয়া, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম শিমুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন আকন্দ, কেন্দ্রীয় তাঁতীলীগের সহ সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম ঢালী, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ইয়ামিন খান সমর, আনোয়ার হোসেন প্রধান, সদস্য শহীদুল্লাহ মোল্লা, শাহজাহান শেখ, বন ও পরিবেশ সম্পাদক সাখাওয়াত হোসেন, উপজেলা তাঁতীলীগের সভাপতি কাজী মো: হযরত আলী, সা: সম্পাদক বাবু অতুল দেবনাথ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি জহিরুল ইসলাম রুবেল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি ওমর ফারুক, উপজেলা তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন খান। স্মরণ সভায় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী এবাং এলাবাসী উপস্থিত ছিলেন। পিতা আব্দুল বাতেনের স্মরণ সভায় ছেলে জোবায়ের রহমান রুবেল।
Comments are Closed