কাপাসিয়ায় আইসিটি ভবন উদ্বোধন
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): কাপাসিয়ায় বঙ্গতাজ ডিগ্রি কলেজে আইসিটি ভবনের উদ্বোধন শনিবার দুপুরে কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আ.লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি প্রধান অতিথি ছিলেন।
সিমিন হোসেন রিমি বলেন, বিদ্যা মানুষকে তার কাংক্ষিত লক্ষ্যে পৌছায়, যদি তা প্রকৃত শিক্ষা হয়। বঙ্গতাজ তাজ উদ্দীন আহমদ শিক্ষিত ও সজ্জন ব্যাক্তি ছিলেন। তাঁর মতো আদর্শ মানুষ হতে হলে শিক্ষা গ্রহণ করে মানব কল্যাণে কাজ করতে হবে।
অধ্যক্ষ আওলাদ হোসেন বলেন চারতলা বিশিষ্ট ভবনটি নির্মাণে ব্যায় হয়েছে হয় ২ কোটি ৫০ লক্ষ্য টাকা। শিক্ষার্থীরা আইসিটিতে দক্ষতা অর্জন করে পৃথিবী ও বাংলাদেশের সুনাম বয়ে আনবে।
কলেজ অধ্যক্ষ আওলাদ হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাবি অধ্যাপক ড. আবুল হাসান, উপজেলা আ.লীগ সভাপতি মুহম্মদ শহিদুল্লাহ, ঘাগটিয়া ইউপি চেয়ারম্যান শাহিনুর আলম সেলিম, ছাত্রলীগ নেতা আব্দুল কাইয়ুম ভূইয়া, প্রাক্তন শিক্ষার্থী সিরাজুল ইসলাম, ড. জাকির হেসেন, সহকারি অধ্যাপক মফিজ উদ্দিন এ্যাড. তাছলিমা, মোস্তফা কামাল, জহিরুল ইসলাম প্রমুখ।
Comments are Closed