কাপাসিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): গাজীপুরের কাপাসিয়া উপজেলা নিবার্হী অফিসার মোসাঃ ইসমত আরা’র সভাপতিত্বে আইন শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, চোরাচালান নিরোধ, ভোক্তা অধিকার সংরক্ষণ, এসিড নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, মানব পাচার প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভা ১২ নভেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইন শৃঙ্খলাসহ ১০কমিটির সভা করেছে।
উপজেলা পরিষদের হল রুমে সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে সাড়ে ১১টায় শেষ হওয়া সভায় উল্লেখিত কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান, তরগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ূবুর রহমান সিকদার, ভাওয়াল চাঁদপুর ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, কাপাসিয়া থানার এস আই সুমন আহমেদ, সাংবাদিক সঞ্জীব কুমার দাস, উপজেলা সমাজ সেবা অফিসের মোঃ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন প্রমূখ।
সভায় উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা করা হয়। এসআই সুমন জানান, উপজেলা ব্যাপী মাদক সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড আগের চেয়ে কমেছে। তবে মাদক মামলা ও ওয়ারেন্ট ভুক্ত আামীদের বেশী গ্রেফতার করা হয়েছে।
সভায় উপজেলা নিবার্হী অফিসার মোসাঃ ইসমত আরা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল কর্মকান্ড সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। নির্বাচন কমিশনের নিদের্শক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নাম, ছবি সম্বলিত বিল বোর্ড, তোরণ, পোস্টার দ্রুত অপসারণ করার তাগাদা দেন। কাপসিয়ায় জনসাধারনের জ্ঞাতার্থে শহরে মাইকিং করা হয়।
Comments are Closed