কাপাসিয়ার বাকপ্রতিবন্ধী রাকিব নিখোঁজ
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের কুড়িয়াদি গ্রামের আজিজুল হকের বাকপ্রতিবন্ধী ছেলে মো. রাকিব হাসান (১৭) নিখোঁজ রয়েছে। হারানোর পর তাঁর পিতা পাশর্^বর্তী শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরী (২০ জুন ২০১৮/ নং ৭৮৪) করেছেন।
রাকিব হাসানের ভাই শরীফুল ইসলাম বলেন, গত ১২ জুন শ্রীপুর উপজেলার বরমী বাজার বোর্ড ঘাট (নৌকা ঘাট) এলাকা থেকে আমার ভাই নিখোঁজ হয়। আমরা তিন ভাই এক বোন। কোনো সহৃদয়বান ব্যাক্তি তাঁর খোঁজ পেলে ০১৭৬২৬৩৮১১১, ০১৯৪৫৫৯০৫৬০ নম্বরে যোগাযোগের অনুরোধ করছি। হারানো রাকিবের পরনে ছিলো জিন্স প্যান্ট ও সাদা চেক শার্ট। গাঁয়ের রং শ্যামলা। উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। হারিয়ে যাওয়া রাকিব হাসানকে উত্তরার লুবানা হসপিটালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে পরিবার নিশ্চিত করেন।
« গাজীপুর সিটিতে জাহাঙ্গীর আলম ২ লাখ ভোট বেশী পেয়ে বিজয়ী (Previous News)
(Next News) কাপাসিয়ায় পুলিশের রগ কেটেছে ইয়াবা বিক্রেতা »
Comments are Closed