একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা – কাপাসিয়ায় আনন্দ মিছিল
সাইদুল ইসলাম রনি, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি): একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের কাপাসিয়া শহরের উপজেলা আ.লীগের নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়।
আনন্দ মিছিলে সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, মিজানুর রহমান, আসাদুজ্জাম আসাদ, আলাউদ্দিন শেখ, মোহম্মদ আলী বদু, ডেন্টিস এমদাদুল হক, মাহবুব উদ্দিন সেলিম, সাখাওয়াত হোসেন প্রধান, ইমানউল্লাহ, পারভেজ রানা, আব্দুল কাইয়ুম ভূঁইয়া, রাশেদুল হক সৈকত, মাহমুদুল হাসান মামুন, জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
নির্বাচন উপলক্ষ্যে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে দুপুর থেকে কোনো ধরনের নাশকতামূলক কর্মকা- সংঘটিত হতে না পারে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন,বিশেষ অভিযান ও মহড়া চলছে। যে কোন প্রকারের নাশকতা ঠেকানোর জন্য অতিরিক্ত নিরাপত্তা বাহিনী রাখা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার পংকজ দত্ত।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট নেয়া হবে আগামী ২৩ ডিসেম্বর। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর।
Comments are Closed