উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে দেওয়া হবে না – গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার
সাইদুল ইসলাম রনি,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: সম্পুর্ণ গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করে সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে, এতে যদি কেউ বাধাগ্রস্থ করতে আসে যানমালের ক্ষতি করতে আসে, তাহলে শক্ত হাতে দমন করা হবে। আমরা উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে দেওয়া হবে না। ১৮ নভেম্বর দুপুরে কাপাসিয়া বাসস্ট্যান্ড আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তবে গাজীুপর পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম কাপাসিয়া শহরে ট্রাফিক পুলিশ সেবা কার্যক্রম উদ্বোধণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, আমাদের বেতন বেড়েছে, ৫০ হাজার পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। জনগনকে সজাগ থাকতে হবে যেন কোন যানবাহনে আগুন বা আতঙ্ক সৃষ্টি করতে না পারে। কোন যানমালের ক্ষয়ক্ষতি সহ্য করা হবে না। কোন পরিচয়েও কেউ রেহাই পাবেনা। মাদক, বাল্য বিবাহ ও শিশু শ্রম নিরসনে পুলিশকে তৎপর থাকার নির্দেশ প্রদান করেন। প্রত্যেকের অবস্থান থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে।
কাপাসিয়া শহরের পুরাতন বাসস্ট্যান্ড (বরুন রাস্থা মোড়) শহীদ তাজউদ্দীন আহমেদ মুক্তিযোদ্ধা চত্বর, তরগাঁও মোড় এই তিনটি স্থানে নিয়মভাবে ২ জন ট্রাফিক পুলিশ দায়িত্বে থাকবেন।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর, পংকজ দত্ত, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিলিমা রায়হানা, কাপাসিয়াথানার অফিসার ইনচার্জ মো: আবু বকর সিদ্দিক, ওসি তদন্ত রাজীব কুমার দাস, ওসি অপারেশন মনিরুজ্জামান খান, এস আই দুলাল হোসেন, আ.লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা পরিষদ সদস্য মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিম, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, জাতীয় শ্রমিক লীগ সভাপতি আব্দুল কাদির ফকির, উপজেলা ছাত্রলীগ সভাপতি আ. কাইয়ুম ভূইয়া, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, শ্রমিক ইউনিয়ন সভাপতি আকরাম হোসেন খান, জলসিড়ি পরিবহনের এমডি ও ঢাকা জেলা পরিবহন মালিক সমিতির সদস্য মোশারফ হোসেন খোকন, সম্্রাট পরিবহনের এমডি মাসুদ করিম,ডেন্টিস এমদাদুল হক, বাজার সমিতির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, আলাউদ্দিন শেখ, এনামুল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
Comments are Closed