উচ্চ শিক্ষায় আগ্রহী বেলায়েত শেখ :শ্রীপুরে ৫৪ বছরে এইচএসসি পাশ
আমাদের গাজীপুর রিপোর্ট:
২০২২ সালের এইচ এসসি সমমানের পরিক্ষার রেজাল্ট হওয়ার পর থেকে ৫৪ বছর বয়সে এইচএসসি পাশ করায় জীবন যুদ্ধে জয়ী হওয়া বেলায়েত শেখ কে নিয়ে সোস্যাল মিডিয়া ফেইজ বুক যোগাযোগ মাধ্যম মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন অনেকে। বেলায়েত শেখ সেই ছোট বেলা থেকে জীবন যুদ্ধে বাবা-মা,ভাই বোন এর ভরণ পোষণ করতে গিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা হতে বঞ্চিত হয়ে বাবার সংসার পরিচালনা করতে গিয়ে করতে হয়েছে নানান ধরনের কর্ম। আজ সমাজে তিনি একজন সফল মানুষ হিসেবে পরিচিত, ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন। পরিবারের সকলের সুখের চিন্তা করে করতে গিয়ে নিজে উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হয়েছেন। পরিবারে অবহেলিত এই মানুষটি কিন্তু হাল ছাড়েনি। মনের মধ্যে কিছু দুঃখ কষ্ঠ নিয়ে পঞ্চাশ বছর বয়সে ছেলে মেয়ের সাথে আবার শুরু করেন লেখাপড়া। ২০১৬ সালে মাওনা ডিজিটাল কম্পিউটার একাডেমি থেকে অধ্যক্ষ জসিম উদ্দিনের সহযোগিতায় ৬ মাসের ট্রেডকোর্স কম্পিউটার বিষয় নিয়ে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ছেলে মেয়ের সাথে পরিক্ষা দিয়ে জিপিএ ৫.০০ পেয়ে মনের গতি আরো বাড়িয়ে দেয়। ২০১৭ সালে দারুল ইসলাম আলিম মাদ্রাসা ৯ম শ্রেণিতে ভর্তি হয়ে ২০১৯ এসএসসি পাশ করেন। পরে ঢাকার রামপুরা কারিগরি কলেজ থেকে ২০২২সালে এইচএসসিতে জিপিএ ৪.৫৮ পেয়ে পাশ করেন।
গাজীপুরের শ্রীপুর পৌরসভা ৯নং ওয়ার্ডের মৃত বারু শেখের বড় ছেলে মৃত হাছেন আলী শেখ ও তার স্ত্রী জয়গন বিবির গর্ভে জন্ম বেলায়েত শেখ। জন্ম ৭ই সেপ্টেম্ব ১৯৬৮ ৪ভাই ১ বোনের মধ্যে তিনি ২য়। পরিবারের অনেকের কাছে অবহেলিত হলেও পিতা-মাতার ভালোবাসা ও মানুষের মন জয়করাই তার বেশি আগ্রহ। তিনি দৈনিক করতোয়া পত্রিকার শ্রীপুর প্রতিনিধি হিসেবে কাজ করছেন। বেলায়েত শেখের ইচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় অনার্স, মাস্টার্স ডিগ্রী অর্জন করার জন্য সকলের দোয়া চেয়েছেন।
Comments are Closed