Main Menu

ইটভাটায় অভিযান: জরিমানা আদায় ২৪ লাখ ৫০ হাজার টাকা

আমাদের গাজীপুর রিপোর্ট : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শাহবাজপুর ও বলিয়াদি এলাকায় অবস্থান গ্রহনযোগ্য নয় অর্থাৎ (অবৈধ) এমন ১৩টি ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
আজ মঙ্গলবার দিনব্যাপী এই অবৈধ ইটভাটা বিরোধী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানে নের্তৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন।
এদিকে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া অবৈধ ইটভাটাগুলো হলো- শাহবাজপুর এলাকার মেসার্স থ্রি স্টার ব্রিকস, মেসার্স ফাইভ স্টার ব্রিকস, মেসার্স নাসির ব্রিকস এন্ড কোং, মেসার্স যমুনা ব্রিকস, মেসার্স মোল্লা ব্রিকস, মেসার্স আর বি সি এন্টারপ্রাইজ এবং বলিয়াদি এলাকার মেসার্স সততা ব্রিকস, মেসার্স একতা ব্রিকস, মেসার্স এস এম ব্রিকস ইউনিট-১, মেসার্স এস এম ব্রিকস ইউনিট-২, মেসার্স জে আর এইচ এন্টারপ্রাইজ, মেসার্স ভাই ভাই ব্রিকস এবং মেসার্স এন আর এস ব্রিকসকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন করায় উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়াসহ এসকেভেটর মেশিন দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে আগুন নিভিয়ে ইটভাটার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়।
এদিকে ১৩টি ইটভাটার মধ্যে শাহবাজপুর এলাকার মেসার্স থ্রি স্টার ব্রিকসকে ২ লাখ টাকা, মেসার্স ফাইভ স্টার ব্রিকসকে ৩ লাখ টাকা, মেসার্স নাসির ব্রিকস এন্ড কোং ২ লাখ টাকা, মেসার্স যমুনা ব্রিকসকে ২ লাখ টাকা, মেসার্স মোল্লা ব্রিকসকে ৩ লাখ টাকা, মেসার্স আর বি সি এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা এবং বলিয়াদি এলাকার মেসার্স সততা ব্রিকসকে ১ লাখ টাকা, মেসার্স একতা ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা, মেসার্স এস.এম ব্রিকস ইউনিট-১ কে ১ লাখ ৫০ হাজার টাকা, মেসার্স এস.এম ব্রিকস ইউনিট-২ কে ১ লাখ ৫০ হাজার টাকা, মেসার্স জে আর এইচ এন্টারপ্রাইজকে ২ লাখ টাকা, মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজকে ২ লাখ টাকা, মেসার্স এন আর এন ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।
অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযানের সময় পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: নয়ন মিয়া,সহকারী পরিচালক মো: মঈনুল হকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্ধ ও আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় গাজীপুর জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো: নয়ন মিয়া বলেন, পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটা উচ্ছেদ ও বন্ধে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।






Comments are Closed