আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষ-বিপক্ষ নিয়ে দেশে বিভাজন সৃষ্টি করছে -ড. আব্দুল মঈন খান
কাপাসিয়া প্রতিনিধি(সাইদুল ইসলাম রনি) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বর্তমানে আওয়ামী লীগ সরকার স্বাধীনতা পক্ষ-বিপক্ষের সুতা দেখিয়ে দেশে বিভাজন সৃষ্টি করছে। যা আগে কখনো বাংলাদেশে ছিলো না। এ উপমহাদেশে ইংরেশরা আমাদের মধ্যে পক্ষ-বিপক্ষ বানিয়ে নিজেদের সুবিধা নিতো। আর এখন এমনটাই হচ্ছে দেশে। গতকাল সোমবার গাজীপুরের কাপাসিয়ার ঘাগটিয়া চালা মাঠে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইফতার পূর্ব আলোচনায় উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, ২৫ মার্চ রাতে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রথম স্বাধীনতার ঘোষণা করেন শহীদ জিয়াউর রহমান। কিন্তু বর্তমান সরকার তা অস্বীকার করে নানা কথা বলে বেড়াচ্ছেন। তাই নতুন প্রজন্মকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানতে হবে।
সাবেক মন্ত্রী আরও বলেন, আমরা জনগণের শক্তি দিয়ে আওয়ামী লীগকে পরাজিত করে খালেদা জিয়াকে মুক্ত করবো। বিএনপি কখনো লগি বৈঠার আন্দোলন করেনা। শান্তিপূর্ন গণতান্ত্রিক আন্দোলনে বিশ^াসী।
তিনি আরো বলেন, এই সরকার খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায়। এ জন্য মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে জেলে আটকে রেখেছে। তবে বেশিদিন আটকে রাখতে পারবে না। তিনি বলেন, ২০১৪ সালে ভোট কেন্দ্রে জনগণ ছিলো না। ছিলো শুধু কুকুর বিড়াল।
কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে ছিলেন, বিএনপর স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। অন্যান্যের মাঝে ছিলেন, প্রয়াত বিএনপি নেতা হান্নান শাহর ছেলে শাহ্ রিয়াজুল হান্নান, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক কাজী ছায়্যেদুল আলম বাবুল, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কাপাসিয়া বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, যুবদল সভাপতি হোসেন সারওয়ার, সাধারণ সম্পাদক ফরিদুল আলম বুলু, যুবদল নেতা আমিনুর রহমান, আশরাফুল আলম সোহেল, জেলা ছাত্রদল নেতা মতিউর রহমান মতি, উপজেলা জাসাস সভাপতি আকরাম হোসেন রিপন, ছাত্রদলের সভাপতি হুমায়ুন কবীর সরকার, সাধারণ সম্পাদক জুনাইদ হোসেন লিয়ন প্রমূখ।
Comments are Closed